নিউজ ডেস্কঃজুনায়েদ (ঢাকা)
(আরাফাত রহমান)
বর্তমান সময়ে উঠতি বয়সের তরুনদের মধ্যে মাদকের ব্যবহার ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে। মাদকের কড়াল ছায়া তরুন প্রজন্মকে ব্যাপকভাবে গ্রাস করছে।
সম্প্রতি আমাদের সংবাদমাধ্যমের কাছে একটি ভিডিও চলে এসেছে যাতে দেখা গত ২১-২২ জুন রাতে কিছু উশ্ঙ্খল এবং বখাটেরা মদের বোতল হাতে ভিডিও করছে।টিকটকেও এই ধরনের ভিডিও দেখা যায়।তবে দুঃখজনক হলেও সত্য যে তারা শুধু মাদক এর ভিডিওই যে করছে তা না তারা একই সাথে এসেগুলা পান
করছে
যেগুলোর মধ্যে হুইস্কির বোতলও দেখা যাচ্ছে।তাদের মধ্যে বেশ কয়েকজন এর পরিচয়ও নিশ্চিত হওয়া গিয়েছে যেমনঃ-)
স্যার এরা সবাই ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফেসবুক স্ক্রল করতে গিয়ে এটা চোখে পড়লো
আপনাদের একশন এর অপেক্ষায় রইলাম
যথাসম্ভব নামগুলি দেওয়ার চেষ্টা করছি
১.রামীম ইসলাম–ঢাকা কলেজ বিজ্ঞান বিভাগ
২.জাবির খান–ঢাকা কলেজ মানবিক বিভাগ
৩.মেহেবুল রনি–ঢাকা কলেজ মানবিক বিভাগ
৪.লাদিপ সাইফ–ঢাকা কলেজ মানবিক বিভাগ
৫.সিয়াম খন্দকার–ঢাকা কলেজ–বিজ্ঞান বিভাগ! এই সকল বিষয়ে আইনগত পদক্ষেপ না নিলে
তা দ্রুত দেশবাসীর এবং তরুন প্রজন্মকে মাদকের ব্যাপারে উদ্দুদ্ধ করবে।তাই এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ প্রয়োজন

