সাঘাটায় বোনারপাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবন উদ্বোধন।
সাঘাটা, (গাইবান্ধা) প্রতিনিধি:
শিক্ষামন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর তত্ত¡াবধানে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ১ আগষ্ট ১কোটি ৫৫লক্ষ টাকা ব্যয়ে উদ্ধমূখী সম্প্রসারণের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির , উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী , আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, অধ্যক্ষ হুমায়ন কবির তুহিন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন , উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ঠিকাদার আশরাফুল আলম, শিক্ষক মোবাশ্বের আলী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ডেপুটি স্পিকারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

