আবহাওয়া : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ভোররাত থেকেই ছিল মেঘের ঘনঘটা। এরপর থেকেই বৃষ্টি শুরু কোথাও হালকা, কোথাও ভারি বৃষ্টির দেখা মিলেছে। এর মধ্যে সকাল থেকে টানা চলতে থাকে মুষলধারায় বর্ষণ।
দুপুরে ভারি বৃষ্টি কমলেও অব্যাহত ছিল ঝিরি ঝিরি বৃষ্টি, আকাশে কালো মেঘের ঘুরে বেড়ানো। এদিকে টানা বৃষ্টিতে শহরের অনেক সড়কই তলিয়ে যায়। এতে সাধারণ শ্রমজীবী মানুষ স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের পড়তে হয় জলাবদ্ধতা আর ভয়াবহ যানজটে। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তবে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।

