স্টাফ রিপোর্টার
রাকিব মাহমুদ ডাবলু
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বগুড়ার গাবতলীর তরণী হাটে ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বালিয়াদিঘী ইউনিয়ন শাখা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এ প্রতিযোগিতা বিকাল ৩টায় শুরু হবে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বিশিষ্ট সমাজসেবক জোবাইদা আহসান, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, তরণীহাট ডিগ্রী কলেজের সভাপতি মুনছুর কাওছার সবুজ এবং বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান ইউনুস আলী ফকির উপস্থিত থাকবেন।

