নিজস্ব প্রতিবেদক(ঢাকা):
বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা রাজনৈতিক সংগঠন।আর মুজিববাদের আদর্শকে বুকে লালন করে আকুতোভয় এক বীর হিসেবে রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছেন মোহাম্মাদ শাহজালাল শাহিন। ধানমন্ডি থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এই প্রার্থী;ছাত্রনেতা হিসেবে স্টুডেন্ট ফেভারিটই বলা যায়।রাজনীতিতে ঢোকার আগেই যখন অনেকেই নিজেকে দুষিয়ে ফেলছেন সেখানে নেতৃত্বের বক্তব্যের ক্লিন ইমেজের এক অবয়ব হচ্ছেন মোহাম্মাদ শাহজালাল শাহিন। আইন নিয়ে তিনি বর্তমানে পড়াশোনা করছেন এবং খুব শীঘ্রই একজন সফল ব্যরিস্টার হিসেবে আত্মপ্রকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তার শুভাকাঙ্ক্ষীরা।রাজনৈতিক অঙ্গনে ধানমন্ডি থানা ছাত্রলীগের ভ্যানগার্ড হিসেবেই তাই এই সৎ,সুস্পষ্টভাষী,কর্মঠ,সাহসী রাজনীতিবিদকেই চাচ্ছেন এলাকাবাসী এবং শিক্ষার্থীসহ তার শুভাকাঙ্ক্ষীরা।

