অনুসন্ধানী প্রতিবেদকঃ আ.ইসলাম
ছেলেটির নাম হামিম উর রশিদ বর্তমানে ঢাকার স্বনামধন্য ঢাকা সিটি কলেজের থেকে এইচএসসি পরীক্ষার্থী আর মেয়েটি তার তথাকথিত প্রেমিকা ফারজানা ইন্নি পড়ছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদূর রউফ কলেজের প্রথম বর্ষের ঘ শাখায় অথচ এই বয়সেই খুলে বসেছেন ভুয়াবাজির দোকান। ঘটনার সুত্রপাত ক্ষমতাসীন দলের একজন কেন্দ্রীয় নেতার সাথে
অসদাচরণ কে কেন্দ্র করে যেখানে ২০২১ সালে হামিম উর রশিদ এর এক বক্তব্যে তিনি বলেন,”তার বাবা হারুন অর রশীদ ফতুল্লা থানার ওসি!”তখন ফতুল্লা থানায় যোগাযোগ করা হলে তারা জানান এই নামে সেই থানায় কোনো ওসি সাহেব কর্মরত নেই।পরবর্তীতে ২০২২ সালে এসে ফারজানা ইন্নি এবং হামীম উর রশীদ যৌথভাবে দাবি করেন হামীম এর বাবা হারুন অর রশিদ বর্তমানে মাদারীপুরের সার্কেল এএসপি!যেখানে মাদারীপুরে এএসপি হারুন অর রশিদ নামে কেউ নেই।
বিশিষ্ট সুত্র মারফত জানা গিয়েছে হামিম উর রশিদ মাদক ব্যবসার সাথে জড়িত এবং কলেজে ত্রাস এর রাজত্ব করে তার বাবার ভুয়া পরিচয়ে।তার বাসা ওসিটিও অফিস রোড,নারায়ণগঞ্জ এলাকায়।
২১ মিনিটের এক অডিও ক্লিপ এ শুনা যায় সে
নারায়ণগঞ্জ ছাত্রদলের শেখ রিফাতের সাথে পট(গাজা সেবন) করে।ছাত্রদলের সাথে এত্ত ঘনিষ্ঠতার পরেও তিনি গায়েবিভাবে পেয়েছেন
বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি। আর এই পরিচয়কে ব্যবহার করে করছেন বিভিন্ন ধরনের কুকর্ম। এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ করা হলে তারা জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

