কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের সেই সম্ভাবনা যেন শেষ হতে বসেছে। আজকে সৌদি আরবের বিপক্ষে হারের পর মেসি অবসরের চিন্তা ভাবনা করছেন এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
কাতার বিশ্বকাপের এবারের আসরটি মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ সেটা অনেকটাই নিশ্চিত। তবে বিশ্বকাপে শিরোপা জিততে পারলে হয়তো মেসিকে আরও কিছুদিন জাতীয় দলে দেখা গেলেও যেতে পারত/
এবারের বিশ্বকাপের পারফর্মেন্সের উপর মেসির জাতীয় দলের ক্যারিয়ারের অনেক কিছু নির্ভর করত। কিন্তু প্রথম ম্যাচেই সৌদির বিপক্ষে হারের পর গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে।
যদিও পরের দুটি ম্যাচে জয় পেলে উঠতে পারে পরের রাউন্ডে। কিন্তু যদি পরের ম্যাচেও তারা হারে তাহলে বিশ্বকাপের মাঝপথেই অবসরের ঘোষণা দিতে পারে মেসি এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার গনমাধ্যমটি।

