জেনারেটর Mwm TCG2020 v16 k মডেল
mwm tcg2020 v16 k একটি mwm tcg2020 জেনারেটর model, V ১৬ এর অর্থ হলো জেনারেটর এর ইন্জিন টি হলো V type ইন্জিন আর ১৬ সিলিন্ডার হেড বিশিষ্ট ।
জেনারেটর অর্থ বলতে সাধারনভাবে বুঝায় ইন্জিন ও অল্টারনেটর এই ২ টি অংশকে।
রাসায়নিক শক্তিকে (গ্যাস বা তেল বা ফুয়েল) তাপশক্তিতে রূপান্তরিত করে এবং তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এবং যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়ার সমন্নিত ডিভাইসকে জেনারেটর বলে।
ইন্জিন: রাসায়নিক শক্তিকে (ন্যাচারাল গ্যাস বা ফুয়েল বা তেল) তাপশক্তিতে রূপান্তরিত করে এবং তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে উক্ত ম্যাকানিক্যাল ডিভাইস বা যন্ত্রাংশকেই ইন্জিন বলে। ইন্জিন v type, i type হতে পারে। দহনপ্রকষ্ট অনুযায়ী অর্ন্তদহ ও বহিরদহ ইন্জিন হয়। আবার স্টোক অনুয়ায়ী, টু স্টেক এবং থোর (৪) স্টোক হয়ে থাকে।
টু স্টোকে সাইলেন্সার থাকে ইন্জিনের ব্লকে আর ৩৬০’ সাইকেল মানে ১ বিত্ত ঘুরে টু স্টোক সম্পাদন হয়। আর ফোর স্টোকে সাইলেন্সার পাইপ অর্থাৎ পোড়াগ্যাস বেরহবার পাইপটি থাকে ইন্জিনের হেডে এবং ৭২০’ ডিগ্রি তে ২ টি সাইকেল বা বিত্তে ঘুরে ৪টি স্টোক সম্পাদন করে। গ্রহন ঘাত বা স্টোক: গ্রহন ঘাতে বাতাস ও গ্যাস ১:১২ রেশিওতে মিশ্রণ হয় মিক্সচার চেম্বারে এবং তা রিসিভার এর মাধ্যমে গ্রহন ঘাত দহন প্রকষ্টে আনে , সংকোচন ঘাত, পাওয়ার ঘাত, নির্গমন ঘাত। পরবর্তি আলোচনায় ৪ ধাত ও স্টোক এবং কাজ আলোচিত হবে।
আজ mwm tcg 2020 v16 k এর বিষয়ে এই mwm মডেল এর পূর্নরূপ আলোচনা করা হলো।

