আগামী ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতি সভা করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক লীগ এ সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল মোর্শেদ আপেল, আলতাব হোসেন, তাপস কুমার নিরোগী রেজাউল করিম, তোজাম্মেল হোসেন, আব্দুল জলিল, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, জালাল শেখ, আমিরুল ইসলাম প্রমূখ। এসময় বগুড়া জেলা শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১২ অক্টোবর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

