বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৃজনী সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি খাজা আবু হায়াত হিরু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামীম কামাল শামীম, এমাদুল হক রত্ন, শফিকুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম স্বপন, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, আতিকুর রহমান আতিক, এডোনিস তালুকদার বাবু, ক্রীড়াবিদ গোপাল তেলাওয়ারী প্রমুখ।
বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় নূরানী ফুটবল একাডেমী বনাম সৃজনী সংঘ অংশগ্রহন করে। খেলায় নূরানী ফুটবল একাডেমীকে ৩-০ গোলে পরাজিত করে সৃজনী সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

